ডেস্ক নিউজ : মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।
মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন।
টিপু বলেন, তারেক রহমান আগেই বলেছিলেন অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা বুঝতে পারছেন, তারেক রহমানের সেই কথার অর্থ?
তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এইসব সুযোগ সন্ধানীদের থেকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে।
সংস্কার প্রসঙ্গে টিপু বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছে, তাদের মনে করিয়ে দিতে চাই-শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়। তবে দুই-একটি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।
বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়, কীভাবে লক্ষ-কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
বিএনপির সহ-দফতর সম্পাদক বলেন, কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয়ও করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব।
এসময় বাগাতিপাড়া পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/রাত ১০:১৭