বিনোদন ডেস্ক : অর্পিতা খানের ফাইন ডাইনিং রেস্টুরেন্টের নাম মার্সি। এর ইন্টেরিয়র থেকে শুরু করে কুকারিজ সবকিছুই উচ্চমানের। এখানে কোনো প্রাকৃতিক আলো ঢোকার জায়গা নেই। তবে অর্পিতা এর ছাদটি এমনভাবে ডিজাইন করেছেন, যাতে এর ছাদের রং পরিবর্তন হয় এবং কখনও নীল আকাশ, মেঘ আবার কখনও তারা দেখা দেয়।
সম্প্রতি মার্সিতে লাবুবু মেনু চালু করা হয়েছে। ইনস্টাগ্রাম পেজ থেকে জানা যায়, যারা অর্ডার করেছেন তাদেরও লাবুবু উপহার দেয়া হচ্ছে। এই অফার ছিল সীমিত সময়ের জন্য। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, মার্সির মেনু খাঁটি ইউরোপীয়, কিছু খাবারে এশিয়ান এবং ভারতীয় ছোঁয়াও রয়েছে। এই মেনুতে অর্পিতার প্রিয় পিৎজা ফোর চিজ পিৎজা, যার দাম ১১০০ রুপি। বাকি পিৎজাগুলোও ৮০০ থেকে ১১০০ এর মধ্যে।
রেস্তোরাঁর সবচেয়ে দামি খাবার হার্ব ক্রাস্টেড ল্যাম্ব, যার দাম ১০ হাজার রুপি। এটি সিগনেচার ডিশ। এ ছাড়া আরেকটি সিগনেচার ডিশ ট্রাফল পাস্তা অন হুইল, যার দাম ৮৫০০ রুপি। টেরিয়াকি স্যামনও গ্রাহকদের খুব পছন্দের, দাম ৪০০০ রুপি।এখানে ৩০ জন অতিথি একসঙ্গে বসতে পারে। খান পরিবারের পার্টি মূলত এই এলাকাতেই বসে।
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১১:১৪