স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নিশাত তামান্না।
দিবসের তাৎপর্য তুলে ধরে সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা রিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, সাংবাদিক মুস্তাকিম সাকিব, ছাত্র প্রতিনিধি শরিফ মাহমুদ প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলিয় কার্যালয়ের সামনে অয়োজন করা হয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি। পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, খান শফিয়ার রহমান, নাজমুল হক লিটন, ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, মহিলাদলের জেলা সহসভাপতি মেরী ইকবাল প্রমুখ। পরে পৌরশহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
অন্যদিকে পৌরশহরের দক্ষিন মথায় অনুরুপভাবে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান,যশোর জেলা আইনজীবী সমিতির সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট এমএ গফুর, গাজী আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, আবু বক্কর সিদ্দিক, ডা.আলতাফ হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। পরে র্যালী বের করা হয়।
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১১:০০