বিনোদন ডেস্ক : বিবাহবিচ্ছেদের পর দক্ষিণী সুপারস্টার ধানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ‘সীতা রমন’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।
সাম্প্রতিক একাধিক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। গত ১ আগস্ট ছিল ম্রুণাল ঠাকুরের জন্মদিন। সেই তারকা খচিত পার্টিতে ধানুষের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। জন্মদিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—ম্রুণালের হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছেন ধানুষ। এই দৃশ্য থেকেই অনেকে ধরে নিচ্ছেন, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।
এছাড়া, ম্রুণালের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সান অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনী দেখতে মুম্বাই উড়ে যান ধানুষ। সেখানেও দু’জনকে একসঙ্গে দেখা যায়, এবং ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে—যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
তবে এটিই প্রথম নয়। এর আগে ধানুষের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে আয়োজিত একটি পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল ম্রুণাল ও ধানুষকে। লেখিকা কণিকা ঢিলোঁর আয়োজনে হওয়া সেই পার্টির ছবিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সবমিলিয়ে নেটিজেনদের মন্তব্য, ধানুষের প্রাক্তন স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হয়তো ম্রুণাল ঠাকুরই এখন তার জীবনের নতুন সঙ্গী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/দুপুর ১:২৩