বিনোদন ডেক্সঃ টালিউডের প্রাক্তন চর্চিত জুটি দেব ও শুভশ্রী। সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণও। একসময় একসঙ্গে পথচলা, তারপর দীর্ঘ নীরবতা। এখন দুজনেই সফল, পরিণত এবং নিজ নিজ জগতে প্রতিষ্ঠিত। কিন্তু, অতীত কি এত সহজে ঝেড়ে ফেলা যায়? সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর এক মন্তব্যে যেন আগুনে ঘি পড়েছে। ফের একবার দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। কী বলেছিলেন রাজ? কেন হঠাৎ অতীত টেনে আনলেন তিনি?
ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় রাজ চক্রবর্তীকে। সেখানে প্রশ্ন উত্তর পর্বে তাকে একসময় জিজ্ঞেস করা হয় অনেকদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা, কথা বলা বিষয়টা কেমন ভাবে দেখছেন?
প্রশ্নের উত্তরে রাজ বলেন, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতুর মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।
এসময় স্ত্রীর অতীত তুলে ধরে তিনি আরও বলেন, দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই তাদের এই অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৩.২৫