বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া চলতি বছরের রোজার ঈদে ‘জিন ৩’ সিনেমায় তেমন সাড়া না ফেললেও সেই সিনোময় আইটেম গার্ল হিসাবে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এর পরই জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। এমনকি জেলেও যান তিনি। যদিও পরে অভিনেত্রী জামিনে মুক্তি পান এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।
আরেক লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গহনায়। এ লুকে আগের চেয়ে কিছুটা বৈচিত্র্য ও কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে। কানে দুল ও গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি ও মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:৫০