স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জো রুট টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়েই চলেছেন। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ছুঁয়েছেন আরও একাধিক মাইলফলক।
ক্রিকইনফো’র তথ্য, রুটের বর্তমান টেস্ট রান ১৩,৪০৯। শচিন টেন্ডুলকারের (১৫,৯২১) পর এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান তারই। এই ইনিংসে রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিংকে (১৩,৩৭৮) পেছনে ফেলেছেন তিনি।
টেস্টে রুটের শতক এখন ৩৮টি। শচিন (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১) ছাড়া আর কেউ তার চেয়ে বেশি শতক পাননি। সাঙ্গাকারারও রয়েছে সমান ৩৮টি।
রুটের ফিফটির সংখ্যা এখন ১০৪। পন্টিং ও ক্যালিসের চেয়ে এক ধাপ এগিয়ে তিনি। শীর্ষে শচিন, যার ফিফটি-প্লাস ইনিংস ১১৯। ভারতের বিপক্ষে রুটের সেঞ্চুরি এখন ১২টি। এই তালিকায় তিনিই শীর্ষে। পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথকে (১১)। শুধু ব্র্যাডম্যান (১৯, ইংল্যান্ডের বিপক্ষে) ও গাভাস্কার (১৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) রয়েছেন রুটের সামনে।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে রুটের শতক ৯টি। ঘরের মাঠে এক প্রতিপক্ষের বিপক্ষে এত শতক আর কেউ করেননি। আগের রেকর্ড ছিল ব্র্যাডম্যানের—৮টি। ইংল্যান্ডে রুটের শতক ২৩টি, যা একটি দেশের মাটিতে যৌথ সর্বোচ্চ। তার সমান রয়েছে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের।
দেশের মাটিতে রুটের রান ৭১৯৫। এই তালিকায় শীর্ষে পন্টিং (৭৫৭৮) ও টেন্ডুলকার (৭২১৬)। ওল্ড ট্র্যাফোর্ডে রুটের রান এখন ১১২৮। এই ভেন্যুতে ১০০০ রান ছোঁয়া একমাত্র ব্যাটার তিনি। লর্ডসেও রয়েছে তার ২১৬৬ রান। জাদেজার বিপক্ষে টেস্টে রুট করেছেন ৫৮৮ রান। এই সংখ্যাটি টেস্টে একজন বোলারের বিপক্ষে ব্যাটারের সর্বোচ্চ রান।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৮