শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি ইনস্টাতে সালমানের রহস্যময় পোস্ট ঘিরে নতুন জল্পনা দাপুটে জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে যুবারা মুরাদনগরে এক উপদেষ্টার ত্রাসের রাজত্ব তৈরির অপচেষ্টা চলছে: কায়কোবাদ মনিরামপুরে যুবলীগ নেতা মিল্টনসহ চারজন আটক গত জুলাই আগষ্টের বর্বরতা ও নৃশংসতা জাতী কখনো ভুলবে না দেলোয়ার হোসেন খোকন সাভারে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া দৌলতপুরে বিমান দুর্ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন আবাসিক হোটেল থেকে খেলনা পিস্তল চাকুসহ বিএনপির ৪ যুবক আটক মনিরামপুরে ভবদহপাড়ে মাটির দেওয়ালের চাপায় নারীর মৃত্যু

৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১ Time View

ডেস্ক নিউজ : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘যেকোন অভ্যুত্থান নতুন মানুষের জন্ম দেয়। আমরা আশাবাদী, কিন্তু আমরা দেখছি পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখার ব্যবস্থা করার চেষ্টা চলছে। শহীদের পরিবারের আর্তনাদ এখনো চলছে। ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জীবনের দায়িত্ব নেয়ার ঘোষণা দিতে হবে।’

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ‘বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে’ এবং ‘আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’ এই দুই প্রধান দাবির পাশাপাশি ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ’ গঠনের ডাক দেওয়া হয়। শহীদ শাকিলের মায়ের হাতে সমাবেশের উদ্বোধন করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।

জোনায়েদ সাকি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে মানুষ বেঁচে থাকলেও মৃত্যুর মতো অবস্থার মধ্যে ছিল। আবু সাঈদ তা মেনে নেননি এবং জীবন দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী আওয়ামী সরকার দেশ লুটপাট করে ব্যাংক ফাঁকা করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছিল।

তিনি আরও বলেন, ‘৭১ সালের শহীদের ঋণ আজও শোধ হয়নি। আমরা শপথ নিচ্ছি, ৭১ থেকে ২৪ সালের শহীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এই শহীদদের ঋণ শোধে আমাদের ঐক্য অত্যন্ত প্রয়োজন, নইলে আমরা আবার ব্যর্থ হবো। জনগণের ঐক্য প্রমাণ করেছে, ঐক্য থাকলেই যেমন ফ্যাসিবাদ পালিয়েছে, তেমনি ফ্যাসিবাদী ব্যবস্থাকেও আমরা কবর দিতে সক্ষম হবো।’

সাকি বলেন, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি ছিল লুটপাট, দুর্নীতি ও একক ক্ষমতা প্রতিষ্ঠা। এসব বন্ধ না করলে নতুন বন্দোবস্ত সম্ভব নয়। নারী, ধর্ম, জাতি বিভাজন নয়, আমরা সবাই দেশের নাগরিক। সবার অধিকার প্রতিষ্ঠায় ৭১ থেকে ২৪ সালের শহীদদের দায় পালন হবে। গণসংহতি আন্দোলন এখন জনগণের প্রতিনিধি হয়ে সংসদে রাষ্ট্র পরিচালনা করবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার,  ফিরোজ আহমেদ হাসান মারুফ রুমী, দেওয়ান আব্দুর রশিদ নীলু, নারী সংহতির সভা প্রধান শ্যামলী শীল, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলির সদস্য তরিকুল সুজন, প্রবাসী সংহতির সমন্বয়ক সায়মা খাতুন, বাংলাদেশ যুব ফেডারেশনের সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড প্রমুখ।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit