স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ১০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে টাইগাররা। তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখ এদিন ওপেনিংয়ে পারভেজ ইমনের সঙ্গী হয়েছেন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাঈম। ৭ বলে ৩ রান করে ফিরেছেন ফাহিম আশরাফের করা দ্বিতীয় ওভারেই। স্কুপ করতে গিয়ে মোহাম্মদ হারিসের হাতে ধরা পড়েন তিনি।
পঞ্চম ওভারে অধিনায়ক লিটন দাসও বিদায় নেন। সালমান মির্জার ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেটে হাসান নেওয়াজের হাতে ধরা পরেন লিটন। ৯ বলে করেছেন ৮ রান। সেই ওভারেই রানআউটে বিদায় নেন তাওহীদ হৃদয়। আগা সালমানের ডিরেক্ট থ্রোয়ে বিদায়ের আগে রানের খাতাও খুলতে পারেননি হদয়। আগের ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে জয় এনে দেয়া ইমনও ব্যর্থ আজ। ষষ্ঠ ওভারে বিদায় নেয়ার আগে ১৪ বলে করেছেন ১৩ রান। আহমেদ দানিয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিকার হয়েছেন এই বাঁহাতি ওপেনার।
২৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে লড়ছেন জাকের ও শেখ মেহেদী। পঞ্চম উইকেট জুটিতে এখন পর্যন্ত যোগ করেছেন ৩৫ রান। বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৬৩ রান। ১৮ বলে ১৩ রান জাকেরের। ২১ বলে ২৩ রান করেছেন মেহেদী।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৫,/রাত ৮:০৬