স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাতিল হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। মূলত ভারতের বাগড়ায় এই ম্যাচ বাতিল করা হয়। তার রেশ এখনো কাটেনি। এবার ভারতের কড়া সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। তার প্রশ্ন, আইসিসির ইভেন্টে কি পাকিস্তান ম্যাচ বয়কট করার সাহস দেখাতে পারবে ভারত?
নিজের ইউটিউব চ্যানেলে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে সমালোচনা করেন সালমান।
তিনি বলেন, পুরো বিশ্ব এই নিয়ে আলোচনা করছে। ওরা সমর্থকদের কী বার্তা পাঠাল? ওরা কী দেখাতে চাইছে? কী প্রমাণ করতে চাইছে? এবার বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে খেলো না। অলিম্পিকে আমাদের বিরুদ্ধে খেলো না। এই প্রতিশ্রুতি দিতে পারবে? ক্ষমতা থাকলে বিশ্বকাপ কিংবা অলিম্পিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করে দেখাও। চ্যালেঞ্জ থাকল।
সালমানের মতে, কোনোভাবেই রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়িয়ে ফেলা উচিত নয়। ভারত বারবার সেটিই করছে বলে অভিযোগ তোলেন তিনি।
পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, সব কিছুর আলাদা জায়গা আছে। রাজনীতি আর খেলাধুলা এক নয়। তোমরা রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়িয়ে ফেলছো। দয়া করে আমাদের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতায় খেলো না। আমি দেখতে চাই, সেটি পারো কিনা। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তোমরা কতটা দেশভক্তি দেখাতে পারো।
কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৪:০৮