ডেস্ক নিউজ : সিডনির বিখ্যাত অপেরা হাউসের সামনে আজ ২০ জুলাই (রবিবার) সকালে এনসিপি অ্যালায়েন্স সিডনির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। তাদের মূল দাবি—অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকার স্বীকৃতি প্রদান।
এই কর্মসূচি প্রবাসী ভোটাধিকার আদায়ে বিশ্বব্যাপী চলমান আন্দোলনেরই অংশ। বর্তমানে ১ কোটি ৫০ লাখেরও বেশি বাংলাদেশি বিদেশে বসবাস করছেন, যারা দেশের অর্থনীতি, শিক্ষা ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রবাসী ভোটাধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। প্রতিবাদ কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আরও মানুষ এই প্রচারণায় যুক্ত হতে উৎসাহিত হন।
আয়োজকরা বলেন, সিডনির এই কর্মসূচির অভিজ্ঞতা ও ভিজ্যুয়াল উপকরণ তারা বিশ্বের অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশি অধ্যায়গুলোর সঙ্গে ভাগ করে নেবেন। শিগগিরই নিউ ইয়র্ক, লন্ডন, টরন্টোসহ বিভিন্ন শহরের বিখ্যাত স্থাপনাগুলোর সামনে একই ধরনের বিক্ষোভের উদ্যোগ নেওয়া হবে।
তারা আরও জানান, এটি কোনো বিশেষ সুবিধার দাবি নয়। এটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথাযথ স্থান ফিরে পাওয়ার আহ্বান। আমরা দেশের বাইরে থাকি ঠিকই, কিন্তু দেশের ভবিষ্যতের সঙ্গে আমরা কখনও অনুপস্থিত নই।
২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজকরা বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, একটি সুস্পষ্ট ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হোক, যাতে প্রবাসীরা আগামী নির্বাচন থেকেই ভোট দিতে পারেন।
কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৬