বিনোদন ডেস্ক : বাংলা নাটকের ইতিহাসে যদি সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় লেখকের নাম বলতে হয় তাহলে নিঃসন্দেহে প্রথমেই উচ্চারিত হবে হুমায়ূন আহমেদের নাম। সাহিত্যজগতে বিপ্লব ঘটানোর পাশাপাশি তিনি ছোট পর্দাতেও সৃষ্টি করেছিলেন এক অনন্য জাদু। আশির দশক থেকে নব্বইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের টেনে রেখেছিলেন একের পর এক সামাজিক, রোমান্টিক ও হাস্যরসাত্মক নাটকের মধ্য দিয়ে। তাকে টিভি নাটকের ইতিহাসে একজন যুগস্রষ্টা হিসেবে সম্মানিত করা হয়।
খন্ড ও ধারাবাহিক মিলিয়ে শত শত নাটক প্রচার হয়েছে হুমায়ূন আহমেদের লেখা ও নির্মিত। সেখান থেকে সেরা পাঁচটি নাটক বাছাই করা সত্যি সমুদ্রে সুঁই খোঁজবার মতো। তবে হুমায়ূন ভক্তরা নাটক নিয়ে আলোচনার ক্ষেত্রে তার ধারাবাহিকগুলোকেই সবসময় এগিয়ে রাখেন। সেই বিবেচনায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই লেখায় তুলে ধরা হলো তেমন পাঁচটি নাটকের কথা যেগুলো আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে অমলিনভাবে।
হুমায়ূন আহমেদের সবচেয়ে জনপ্রিয় নাটক হিসেবে ‘কোথাও কেউ নেই’ একটি ইতিহাস। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র বাকের ভাই। এতে অভিনয় করে আসাদুজ্জামান নূর হয়ে উঠেছিলেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের টিভি নাটকেরে ইতিহাসে প্রথমবার এটিই একটি চরিত্র যার জন্য জনমানুষ অবাস্তব আবেগ দেখিয়েছে। বাকের ভাইয়ের ফাঁসির রায় বাস্তবে না দেওয়ার দাবি তুলে রাস্তায় নেমেছিল দর্শক। পত্র পত্রিকায় হয়েছিল লেখালেখি। এই নাটক প্রমাণ করেছিল, গল্প বলার শক্তি মানুষকে কিভাবে বাস্তবতার চেয়েও বেশি বিশ্বাসী করে তুলতে পারে। এই নাটক হুমায়ূন আহমেদের লেখা, নির্মিত নয়। এটি নির্দেশনা দিয়েছিলেন বরকত উল্লাহ। এতে আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, আব্দুল কাদের, লুৎফর রহমান জর্জ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি ও হুমায়ুন ফরীদির মতো তারকারা অভিনয় করেছেন।
হুমায়ূন আহমেদের কোনো সৃষ্টি নিয়ে প্রথম ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। এটি ছিল এক মধ্যবিত্ত পরিবারের সহজ-সরল জীবনের কাহিনি। সেখানে ছিল আনন্দ, দুঃখ, স্বপ্ন আর বাস্তবতার করুণ চিত্র। মুস্তাফিজুর রহমান পরিচালিত নাটকটিতে চরিত্রগুলোর স্বাভাবিক আচরণ এবং সংলাপের বাস্তবধর্মী ভাষা দর্শকদের মুগ্ধ করেছিল। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো দর্শক টেলিভিশনে ‘ঘরের গল্প’ দেখতে পান যেখানে কল্পনার চেয়ে বাস্তবতা ছিল বেশি। বুলবুল আহমেদ, ডলি জহুর, আসাদুজ্জামান নূর, ইনামুল হক, খালেদ খান, লুৎফুন নাহার লতা, দিলারা জামানরা দুর্দান্ত অভিনয় করেছেন।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:৩০