আন্তর্জাতিক ডেস্ক : বস্টনে কোল্ডপ্লে’র ১৬ জুলাইয়ের কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে ঘটে যায় এক অপ্রত্যাশিত দৃশ্য। গানের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে সফটওয়্যার কোম্পানির সিইও ও এইচআর প্রধানের ব্যক্তিগত মুহূর্ত। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও এখন ঘিরে রেখেছে বিতর্ক, সন্দেহ ও সম্পর্কের টানাপোড়েন।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনোমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট ওই কনসার্টে ঘনিষ্ঠভাবে একসঙ্গে ছিলেন। হঠাৎ ‘কিস ক্যাম’ তাদের দিকে ঘুরতেই দুজন স্পষ্টভাবে অস্বস্তিতে পড়ে যান এবং তাড়াতাড়ি সরে গিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন।
মঞ্চ থেকে কল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন তখন মজা করে বলেন, “ওদের দেখুন… হয় ওরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!”—এই মন্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে পরবর্তী মুহূর্তেই এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শোরগোল শুরু হয়।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং নিউ ইয়র্কে তাঁর স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে বসবাস করেন। ভাইরাল ভিডিওটি পৌঁছানোর পরপরই মেগান নিজের ফেসবুক প্রোফাইল থেকে ‘বায়রন’ অংশটি সরিয়ে দেন এবং পরবর্তী সময়ে পুরো অ্যাকাউন্টই মুছে ফেলেন।
অ্যাস্ট্রোনোমার কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন—এইচআর প্রধানের সঙ্গে সিইও’র এই ঘনিষ্ঠতা প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?
অ্যান্ডি বায়রন বা ক্রিস্টিন ক্যাবট কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
সূত্র: খালিজ টাইমস
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:৪০