আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় অপরাধ মূলক কাজে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃদুলের নেতৃত্বে গার্মেন্টস শ্রমিক সাকিব, হৃদয় ও ফয়সালের উপর হামলা করার অভিযোগ উঠেছে খোকন ও রায়হানের বিরুদ্ধে। বুধবার দুপুরে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সাকিব নামের এক ভুক্তভোগী। এরআগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বেরন মানিকগঞ্জ পাড়া এলাকায় এঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এবিষয়ে ভুক্তভোগী সাকিব অভিযোগ করে বলেন, খোকন, পিতা-অজ্ঞাত, মোঃ মৃদুল (২৫), পিতা-বাচ্চু সরদার ও রায়হান (২৮), পিতা-অজ্ঞাত তারা বেরন মানিকগঞ্জপাড়া এলাকায় থেকে বিভিন্ন রকম অপরাধ করে আসছে। তারা আমাদেরকে তাদের সাথে যোগ দিতে বলে। তাদের এই অপরাধ মূলক কর্মকান্ডে যোগ দিতে রাজি না হওয়ায় আমাদেরকে বিভিন্ন ভাবে সমস্যা করতে থাকে এবং মারার হুমকিও দিয়ে আসছিলো।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১.৩০ টার দিকে মৃদুলের নেতৃত্বে খোকন ও রায়হান সহ আরও অজ্ঞাত ১০-১২ জন রড, চাপাতি ও রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ও হৃদয়, ফয়সালের বাসায় ঢুকে। এসময় ফয়সাল ও হৃদয়কে না পেয়ে আমাকে মারধর করে এবং আমার পা ভাঙ্গার উদ্দেশ্যে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময়ে আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুঁটে আসলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এরপরে হৃদয় ও ফয়সালকেও মারতে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে বলেও জানতে পারি। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করি। তাদের বিরুদ্ধে ৫ই আগষ্টের হত্যা সহ বিভিন্ন অপরাধ সংঘটিত থানায় একাধিক মামলাও রয়েছে। যে কোন সময়ে তারা আমাদেরকে বড় ধরনের ক্ষতি করতে পারে, এই জন্য প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি, যাতে তারা আর কোন অপরাধ মূলক কাজ সংঘটিত না করতে পারে।
এবিষয়ে অভিযুক্তরা বলেন, সত্য কথা বলতে রাতে আমরা ওই এলাকায় গিয়েছিলাম, পরে মোল্লার হোটেলে খাওয়া-দাওয়া করে আমরা যারযার বাসায় চলে গেছি। তাদের ওপর কোন হামলা করা হয়নি, সম্পূর্ণ ঘটনা মিথ্যা। তারা আমাদের ওপর হামলা করেছি। তাদের বিরুদ্ধে আমরা থানায় আগে অভিযোগ করেছি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহেল রানা তালুকদার বলেন, আমি তো বাইরে ডিউটিতে ছিলাম, এখনো অভিযোগের কপি হাতে পাইনি, পেলে বিস্তারিত জানাতে পারবো।
কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২২