আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নাজরান এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। তারা সবাই একটি আবাসিক ফ্ল্যাটে অবৈধভাবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।
এই অভিযানে নাজরান পুলিশ, বিশেষ টাস্ক ফোর্স এবং মানব পাচারবিরোধী সংস্থা একসঙ্গে কাজ করেছে।
ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের পাবলিক প্রসিকিউশনে (সরকারি অভিশংসন বিভাগে) হস্তান্তর করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজে নৈতিকতা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫৭