স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১-এ সমতা। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ বাজেভাবেই হেরেছিলো টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু এ ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন স্পিনার তানভীর ইসলাম। দ্বিতীয় ম্যাচে তানভীর একাই তুলে নেন ৫ উইকেট। শামীম হোসেন পাটওয়ারীও করেছেন দারুণ বল। মাত্র ২২ রান খরচায় শিকার করেছেন ১ উইকেট। মেহেদীয় হাসান মিরাজের ঝুলিতেও গেছে ১টি উইকেট। সব মিলিয়ে টাইগার স্পিনারদের আঁটসাঁট বোলিং বেশ নজর কেড়েছে।