মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন রোগি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা হলেন শার্শা উপজেলার শামলাগাছি গ্রামের জেসমিন আক্তার(২৪), চান্দুড়িয়ারঘোপ গ্রামের তাসলিমা খাতুন(৪৫)ও পাড়িয়ারঘোপ গ্রামের রেজওয়ান রহমান (২৭)। এ ৩ জন ডেঙ্গু রোগী গত কয়েক দিন ধরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এখন তাদের অবস্থা অনেকটা ভালো।
সারাদেশের ডেঙ্গুর প্রকোপ গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যে কারনে অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে জেলা ও উপজেলা পর্যায়ের দূর গামী পরিবহনে এডিস মসা ছড়িয়ে পড়ছে বলে অনেকে অভিমত ব্যাক্ত করেছেন। নাভারন বাজারের ব্যবসায়ী মোঃ ফজর আলী বলেন ঢাকার পরিবহন দিনে ও রাতে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সারা দিন যাত্রি বহন করছে। যে কারনে অনেক পরিবহনে এডিস মসা ছড়িয়ে পড়ছে। তিনি বলেন পরিবহন গুলোতে যদি মসা নিধনের ঔষধ স্প্রে করা হয় তা হলে পরিবহনে করে এডিস মসা ছাড়ানোর ঝুকি কম থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার মোঃ মাহফুজুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রুপ ধারন করছে। তিনি বলেন ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে ঘরে ঘুমানোর সময় মশারী টাঙিয়ে ঘুমাতে হবে। দিনের বেলা ঘরে ও বাহিরে ফুল হাতা শার্ট পরতে হবে। বাড়ির আসেপাশে সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাকতে হবে। তিনি বলেন এডিস মসা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এজন্য বাড়ির পাশে কোন প্রকার ঢাবের খোলা, দইয়ের খুরি বা কোন প্রকার পাত্রে পানি জমতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে।তিনি ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /রাত ৮:১৫