শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিবিশন যশোর তেকে প্রকাশিত দৈনিক কল্যান পক্রিকার বেনাপোল প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী-কে মোবাইল ফোনে হুমকি ও অশ্লীল ভাষায় গালি দেওয়ার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। মানব বন্ধন কর্ম সুচিতে শার্শা ও বেনাপোলের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ অংশনেন। মানব বন্ধনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষী বলেন গত ২১ জুন বিভিন্ন সংবাদ মাধ্যমে বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ হয়।
এরই জের ধরে আব্দুর সবুর নামে এক ব্যাক্তি আনন্দ টেলিভিশন ও যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পক্রিকার বেনাপোল প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী-কে মোবাইল ফোনে হুমকি ও অশ্লীল ভাষায় গালি দেয়। সকল সাংবাদিকদের নামে মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করে।
এ ঘটনায় ঐ দিনই সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষী বেনাপোল পোর্ট থানায় ঐ ব্যাক্তির নামে অভিযোগ দাখিল করে। এ মানব বন্ধন কর্ম সুচিতে শার্শা ও বেনাপোল এলাকার সকল সায়বাদিক ও নির্যাতিত রেলওয়ের লেবাররা অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আব্দুর সবুরের গেস্খফতার করে আইনের আওতায় বিচারের দাবী জানাান।
কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:৪৪