জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর মোবাইল ফোনে কে কল করেছে জানতে চাওয়ায় স্ত্রীর কাঁচির আঘাতে কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে উপুর্যপরি আঘাতে প্রাণ গেছে স্বামী দুলু মিয়ার (৩২)। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় স্বামী দুলু মিয়া। এর আগে বুধবার (৪ জুন) রাতে স্ত্রীর ফোনে কল আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে স্ত্রীর কাঁচির আঘাতে গুরুতর আহত অবস্থায় দুলু মিয়াকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের নাম দুলু মিয়া (৩২)। তিনি হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে দুলু মিয়া স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সাথে কথা বলতে দেখেন। স্ত্রী কার সঙ্গে ফোন কথা বলছিল তা জানতে চান দুলু মিয়া। পরে স্ত্রী ফোন নম্বরটি ডিলিট (মুছে ফেলা) করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুলু মিয়া খাটের ওপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম সেলাই মেশিনের পাশ থেকে কাঁচি নিয়ে স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করতে থাকেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন।
পরে পরিবারের সদস্যরা দুলু মিয়াকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দুলু মিয়া মারা যান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, স্ত্রীর কাঁচির আঘাতে স্বামী নিহত হওয়ার ঘটনা শুনেছি। রংপুর মেডিকেলে স্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৫, /রাত ৮:৫০