স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। শুক্রবার সকালে দলিয় কার্যালয়ে দলিয় ও কালোপতাকা উত্তোলন, জিয়াউর রহমানের জিবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধাসহ সর্ব স্তরের জনসাধারনের মধ্যে খাবার বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন আহমেদ, ইসাহাক আলী, হেরমত আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ^াস, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ইমরান নাজির, আইয়ুব আলী, ফরহাদ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর কৃষক দল আহ্বায়ক মোস্তফা আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, রওনক জাহান প্রমুখ।
অধ্যক্ষ মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া পৌরশহরের মোহানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, তাহেরপুর ব্রিজের পাশে, দূর্গাপুর মোড়, দোলখোলা মোড়, রাজগঞ্জ মোড়, সরকারি কলেজ মোড়, গাংড়া মোড়, গরুহাট মোড়, হাকোবা মোড়, কেন্দ্রীয় মসজিদের সামনে, পৌরসভার সামনে, উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন ইউনিয়নেও অনুরূপভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়।
কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫১