 
																
								
                                    
									
                                 
							
							 
                    এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছা ফুটবল একাডেমিকে ৪টি ফুটবল প্রদান করেছেন আরএস স্পোটিং ক্লাবের সভাপতি ও চৌগাছা পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন মঈন। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে র্প্যাকটিসরত চৌগাছা ফুটবল একাডেমির কোচ ও খেলোয়াড়দের মাঝে এইফুটবল বিতরণ করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল প্রদান করেন। এ সময় আরএস স্পোটিং ক্লাবের সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন মঈন, চৌগাছা ফুটবল একাডেমির কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
 এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। খেলোয়াড়রদের আবেদনে খেলার মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৮:৩৩