 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধে গণহত্যাকারী দল, গোষ্ঠী বা ব্যক্তির কোনো ষড়যন্ত্র এদেশের মুক্তিযোদ্ধারা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রিডম ফাইটার্স কাউন্সিল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তাকারীরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে ভিন্নভাবে ইতিহাসের সত্যকে আড়াল করে বিকৃত তথ্য প্রদানে বাধ্য করেছিল। বর্তমানেও স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ধামাচাপা দেওয়ার জন্য তৎপর রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
শনিবার ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম ও মহাসচিব রশীদ নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। দেশের সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক প্রণীত রণাঙ্গণের মুক্তিযোদ্ধা চিহ্নিত করার লক্ষে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। আমরা আশা করব, অধ্যাদেশটি অবিকলভাবে অতিদ্রুত লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং করিয়ে গেজেট আকারে প্রকাশ করা হবে।
কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /রাত ৮:১৮