বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিকরা ‘প্রজেক্ট সাবলম্বী’ নামে একটি কার্যক্রম শুরু করেছে। প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার দুপুরে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। প্রথম দিনে হালিমা বেগম নামে এক নারীর হাতে তার ভ্রাম্যমাণ হোটেলের পণ্য ও নগদ টাকা তুলে দেওয়া হয়। এ সময় ওই নারী সাংবাদিকদেরকে জাতির বিবেকের পাশাপাশি মানবিক উল্লেখ্ করে তাদের জন্য দোয়া করেন।
পৌর মুক্তমঞ্চে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশানক জি এম রাশেদুল ইসলাম। প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, সহ-সভাপতি হারুনূর রশিদ।
প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখে সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভুইয়া, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক জুটন বনিক, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, প্রিন্ট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনায়েদ হোসেন পলক, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, সাংবাদিক শেখ মো. নিজাম, শামীম আহমেদ, ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় জানানো হয়, কার্যক্রমের আওতায় প্রতিমাসে অন্তত দু’জনকে সামলম্বী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সমাজের বিত্তশালী ও সুধীজনদের সহায়তা নিয়ে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ইউএনও, বিএনপি নেতৃবৃন্দসহ অন্যান্যরা এ সময় উদ্যোগটিকে ব্যতিক্রম উল্লেখ করে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।