শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে জরিপে বিএসএফকে জনতার বাধা, উত্তেজনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওড় এলাকার ১২৭৮-৭৯ পিলারের মধ্যে যৌথ জরিপকে কেন্দ্র করে ভারতীয় বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবি ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরে জরিপ না করেই ফিরে গেছেন জরিপ দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত কিছুদিন থেকে বিএসএফের আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোয়াইনঘাটের নলজুরি খাসিয়া হাওড় ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজে যান। নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করে। সার্ভে কাজে সহযোগিতা করছিলেন বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ। তবে সার্ভে চলাকালে বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওড় এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান।

সেখানে যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে বিএসএফকে বাঁধা দেয়। বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফকে বাঁধা প্রদান করে। বিজিবির সহযোগিতায় উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। পরে সাধারণ জনতা ও বিজিবির বাঁধার মুখে বিএসএফ পিছু হটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, এ ধরনের একটি ঘটনার সংবাদ পেয়েছি। যতটা জানতে পেরেছি সীমান্তে যৌথ সমীক্ষা চলছিল। তবে কে বা কারা সমীক্ষা চালিয়েছে তা আমার জানা নেই। এই সমীক্ষার বিষয়ে আমাদের কেউ জানায়নি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, গত কিছুদিন থেকে বিএসএফের আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরা বেলা ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওড়ে জরিপে গেলে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে আসা বিএসএফকে বাঁধা দিলে জনতা ও বিজিবির বাঁধার মুখে বিএসএফ পিছু হটে। পরে বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবি ও বিএসএফের টহল কার্যক্রম অব্যাহত আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit