শার্শা(যশোর)সংবাদদাতা : এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪ মে রোববার রাতে যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা নাভারন বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। রোববার রাত ৯ টার সময় বিক্ষোভ মিছিলটি নাভারন বাজার প্রদক্ষিন করে নাভারন সাতক্ষিরা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা এ সময় এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্যদের যশোর জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, শার্শা উপজেলা জাতীয় নাগরিক কমিটিরনেতা মুরাদ উদ দৌল্লা, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাফেজ মাওঃ মোস্তফা কামাল, সদস্য সচিব আহনাফ সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ আক্তার, তাজমুল হোসেন,মেহেদী হাসান, শাকিল হোসেন, বিল্লাল হোসেন,আলী হোসেন, শাওন হোসেন, মুজাদী হোসেন, সফিউর রহমান প্রমুখ।
গমাবেশে বক্তারা অবিলম্বে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। এ ছাড়া অবিলম্বে স্বৈরাচার আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষনার দাবী জানান।
কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১২