নরসিংদী জেলা প্রতিনিধি : আওয়ামিলীগ সরকার পতনের পর যখন সারাদেশে জ্বালাও পোড়াও শুরু হয় তখন সারাদেশের মতো নরসিংদীতও একাধিক পৌরসভা, ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পুড়িয়ে দেওয়া হয়। তবে এই পোড়ানোর মিছিলে ব্যতিক্রম ছিলো নরসিংদী সদর উপজেলা আমদিয়া ইউনিয়ন পরিষদ।পার্শ্ববর্তী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ও পাঁচদোনা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর বা আগুন দেয়া হতে পারে এমন আশংকায় ইউনিয়ন পরিষদ কার্যালয় বাঁচাতে অথবা যেকোনো ধরনের ক্ষতি ঠেকাতে নেতাকর্মীদের নিয়ে ঢাল হয়ে দাঁড়ায় আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক আমদিয়া ইউনিয়ন বিএনপির এক সিনিয়র নেতা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে হামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিল এমন নেতাকর্মীদের ক্ষোভ তৈরি হয়েছিলো কিন্তু ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম এর নিরাপত্তা ব্যবস্থায় দুষ্কৃতকারীদের অপচেষ্টা ব্যর্থ হয়। আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয় জনগণের সম্পত্তি এই কার্যালয়ের কোনো ক্ষতি হলে এটা আমাদেরই ক্ষতি। পরিষদ কার্যালয়ে ভাংচুর বা অগ্নিসংযোগ হলে জনসাধারণেরই সেবা পেতে সমস্যা হতো এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /বিকাল ৩:৫০