আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িবহরটি সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ছিল। দুর্ঘটনার পর নেতানিয়াহুকে সরাসরি সংঘর্ষের মুখে পড়া গাড়ি থেকে দূরে সরিয়ে নেয়া হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জেরুজালেমে নিজের অফিসের কাছে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নেতানিয়াহু আহত হননি বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ। 
প্রতিবেদন মতে, এদিন নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের জবাব দিতে তেল আবিব জেলা আদালতে ২৭তম বারের মতো হাজির হন নেতানিয়াহু। 
 
ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর অভিযোগের শুনানির জন্য আদালত সপ্তাহে দু’বার ডাকে।
 
নেতানিয়াহুর শুনানি আগামী ৭ মে শেষ হওয়ার কথা রয়েছে।
 
সূত্র: মিডল ইস্ট মনিটর
 
 
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪০