বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ১৬ বছর পর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল থেকে পৌর এলাকার সড়ক বাজারে এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোরশেদ আলম, জামায়াত নেতা আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা জামায়াতে ইসলামে যোগ দেওয়ার আহবান জানান। মাইক হাতে ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।আখাউড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারী বোরহান উদ্দিন খান জানায়, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন ও বাধার কারণে জামায়াতের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যায়নি। তবে গোপনে ও কৌশলে তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যহত ছিল। তিনি আরো জানান, এখন সহযোগি সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে যা ব্যাপক সাড়া ফেলেছে।