আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যে একটি ছোট বিমান নদীতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ডজ কাউন্টি শেরিফের অফিসের মতে, ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়।
শনিবার এক বিবৃতিতে অফিস জানিয়েছে, বিমান থেকে তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- কানসাসের মাউন্ড্রিজের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩); ফ্রেমন্ট নেব্রাস্কার বাসিন্দা জেফ বিটিঙ্গার (৫০) এবং ফ্রেমন্টের বাসিন্দা র্যান্ডি আমরেইন (৪৮)।
এতে আরও বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ঘটনাটির তদন্ত করবে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, এনবিসি নিউজ
কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:২৬