স্পোর্টস ডেস্ক : লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফর্মে থাকা ওপেনার ফারজানা আক্তার ফেরেন কোনো রান যোগ না করেই। ভালো শুরু পেয়েও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আরেক ওপেনার দিলারা আক্তার। ১৪ বলে ১৩ রান করে দলীয় ১৯ রানে আউট হন তিনি।
পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে ব্যাটিং করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই বড় ম্যাচে তার কাছে প্রত্যাশা ছিল অনেকটা বেশি। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করতে পারেননি টাইগ্রেস অধিনায়ক। মাত্র ১ রান করে তিনি আউট হওয়ায় আরও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা এবং রিতু মনি। তবে এই জুটিতে কিছুটা মোমেন্টাম ফিরে পাওয়ার পরই আউট হন সুপ্তা। ৪৭ বলে ২৪ রান করেন তিনি।
লড়াই চালিয়ে গেছেন রিতু মনি। পঞ্চম উইকেটে নাহিদা আক্তারকে নিয়ে আবারও ৪৪ রানের জুটি গড়েন তিনি। ৫১ বলে ১৯ রান করে দলীয় ১০৯ রানে আউট হন নাহিদা। ষষ্ঠ উইকেটে ফাহিমাকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন রিতু। এই জুটিতে ২০০’র বেশি রানের সংগ্রহের দিকে এগোচ্ছিল বাংলাদেশ।
তবে ফিফটি থেকে ২ রান দূরে থাকা রিতুর বিদায়ের পর স্কোর আর বড় করা হয়নি বাংলাদেশের। টেইলেন্ডারদের কেউই হাল ধরতে পারেননি। স্বর্ণা আক্তার ফেরেন ২ রান করে। জান্নাতুল ফেরদৌস এবং রাবেয়া খানরাও আটকে গেছেন ১ অঙ্কেই। ৪৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফাহিমা।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৪