শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

যশোরে শতশত কোটি টাকা বরাদ্দ এসেছে যা লুটপাট হয়েছে- ডিসি আজাহারুল ইসলাম

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেছেন যশোরের সবচে কম উন্নয়ন হয়েছে। অথচ এখানে শতশত কোটি টাকা বরাদ্দ এসেছে। যা লুটপাট হয়েছে।তিনি বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনভাবেই ষড়যন্ত্রের ফাঁদে পড়া যাবে না। বৃহ¯পতিবার (১৭ এপ্রিল ) দুপুরে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। চৌগাছায় বাসটার্মিনাল, বিশেষায়িত সবজি সংরক্ষণাগার, চৌগাছা হাসপাতালের একশ শয্যা চালু করণ, মডেল মসজিদ নির্মাণ, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে দ্বিতল ভবন নির্মান, চৌগাছা বাজারের যানজট সিরসনসহ বিভিন্ন প্রস্তাব করেন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এসব বিষয়ে তিনি সাবলীলভাবে জবাব দেন। কিছু কিছু সমস্যার তাৎক্ষণিকভাবে সমাধান দেন তিনি। এ সময় তিনি বলেন কাজ করার জন্য আমাদের মানসিকতা বদলের দরকার। মানসিকতা বদল করলেই অনেক কাজ স্থানীয়ভাবে করা সম্ভব হবে।

এ সময় যেসবসরকারি দপ্তরের কর্মকর্তারা এখনও দুর্নীতির সাথে জড়িত তাদের সাবধান করে দিয়ে তিনি বলেন, সামনে এমন দিন আসছে যেদিন খুব বেশি সমস্যায় পড়ে যাবেন। চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা বরাদ্দ নিয়ে যেসব ব্যক্তি অনুমতি ছাড়াই দ্বিতল ভবন নির্মান করছেন তাদের উদ্দেশ্য তিনি বলেন এমন কিছু করবেন না। দেখবেন একদিনে চরম বিপদে পড়ে যাবেন। তিনি বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং ওসিকে নির্দেশ দিয়ে বলেন। কপোতাক্ষ নদের তীরের মাটি যারা অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে। শুধু মাত্র জরিমানা করলেই হবে না অপরাধীদের জেলও দিতে হবে। তিনি চৌগাছা বাজারের যেসব দোকানী নিজের দোকানের বাইরে মালামাল রাখেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়ে বলেন নারী, শিশু ও মাইনরিটি বিষয়ে আমাদের জিরো টলারেন্স।

কেউ যেন নারী, শিশু ও মাইনরিটি নির্যাতন করে কোনভাবেই পার না পেয়ে যায়। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চৌগাছার সহকারী কমিশনার ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহসভাপতি রহিদুল খান, সাধারণ স¤পাদক আজিজুর রহমান, সহসভাপতি প্রভাষক বি এম হাফিজুর রহমান, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, কাটগড়া ডাক্তার সাইফুল ইসলাম কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে নারীর ক্ষমতায়নে কয়েকজন নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়। এরপর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আউস প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit