 
																
								
                                    
									
                                 
							
							 
                    ধর্ম ডেস্ক : অনেকে জানতে চান, নামাজে অজু ভেঙে যাওয়ার সন্দেহ হলে করণীয় কী? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজের সময় যদি সুনিশ্চিতভাবে জানা না যায় যে, অজু ভেঙে গেছে বা বায়ু বের হয়েছে।
তাহলে নামাজ ছেড়ে দেয়ার কোন মানে হয় না। বায়ু বের হওয়ার দু’টি নিদর্শন রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলো, হয়ত গন্ধ বের হবে। অথবা আওয়াজ বের হবে। এর বাইরেও যদি সুনিশ্চিত ধারণা হয় যে, বায়ু বের হয়ে গেছে। তাহলেই কেবল নামাজ ছেড়ে অজু করতে হবে। শুধু ধারণার উপর নামাজ ছাড়া যাবে না।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১২