এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (৭২) ইন্তেকাল করেছেন। রবিবার দুপুরে ঢাকার পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
কর্মজীবনে তিনি  বাংলাদেশ রাইফেলসের জেসিও পদ থেকে অবসরে যান। মৃত্যুকালে স্ত্রী এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল নয়টায় পাঁচনামনার মোড়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তাঁর ছেলে শাহিনুর রহমান জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১০:২০