 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মহাপরিচালক জানিয়েছেন, নূরুল মজিদের সাত কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ভোগ দখল এবং ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১০২ কোটি টাকার বেশি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে কমিশন। স্বামীর প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলায় হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদকেও আসামি করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২১