মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : ফিলিস্থিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইসরাইলি সেনাবাহীনির এমন বর্বর মানবতা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ও গাজাবাসীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে শার্শার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সোমবার সকাল ১১টায় নাভারন আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শতশত শিক্ষার্থীরা নাভারন সাতক্ষিরা মোড় থেকে বিক্ষোভ মিছিলবের করে নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে করে নাভারন সাতক্ষিরা মোড়ে এসে শেষ হয়। মিছিলে নাভারন কলেজের কিছু শিক্ষার্থী অংশনেন। মিছিল শেষে নাভারন সাতক্ষিরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্যদেন সাংবাদিব মনিরুল ইসলণাম মনি, আহনাফ তাজওয়ার সুজন, আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভির জামান সিয়াম বিশ্বাস, হুমায়রা তাসনিম রমা, ফাহিম হাসান, তাসরিফ হাসনাত লাবিব, ফাহিম মুস্তাকিম দ্বিপ, শাহারিয়ার তরঙ্গ প্রমুখ। পথ সভা শেষে জগাজা বাসির জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোস্তফা কামাল পথ সভায় বক্তারা বলেন, আমাদের বিশ্ব মানবতার একটি কলঙ্কজনক সময় অতিক্রম করছে। গাজায় ইসরাইলি বাহীনি যে বর্বরতা হামলা চালাচ্ছে তারকোন প্রতিবাদ নেই। বিশ্ব নেতারা অন্ধের মত এমন বর্বরতা দেখেও না দেখার ভান করছে। বক্তারা এখনই ইসরাইলের এই যুদ্ধ বন্ধের আহবান জানান। সেই সাথে বিশ্বের সকল রমুসলিমদেশকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩০