মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার বাসিন্দা রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার মিলন হোসেন (৩১) এবং গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। অভিযানের সময় ৪৬ কেজি গাঁজা বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৪