মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে শিশু হৃদরোগীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারী এভারকেয়ার হাসাপাতাল। আজ শুক্রবার জেলার বেলাব উপজেলার ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজনীন।
তিনি দিনব্যাপি শতাধিক শিশুকে এই মেডিকেল ক্যাম্প থেকে আউটডোর স্বাস্থ্য সেবা প্রদান ও ইকোকার্ডিওগ্রাফী করেন। আয়োজকরা জনায় দেশে শিশু হৃদরোগের সংখ্যা বাড়ছে। চিকিৎসাটি অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় সবাই চিকিৎসা করাতে পারেনা। এভারকেয়ার হাসাপাতালে বিনামূল্যে ডিভাইস, বেলুন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরিচালক সৈয়দা নামিসা হায়দার, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিনসহ, ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কিউএনবি/আয়শা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৫৪