মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর অন্যতম ব্যস্ত সড়ক পাঁচদোনা-ডাঙ্গা মহাসড়ক চারলেন প্রকল্পের কাজ চলছে। উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিতব্য এই সড়কটি যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করলেও ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে। কারণ, সড়কের পাশেই গড়ে ওঠা একাধিক ইটভাটা এবং এসব ভাটার মাটি বহনকারী ট্রলির বেপরোয়া চলাচল।জিহসতলা থেকে আমদিয়া বাজার পর্যন্ত প্রায় পাঁচটি ইটভাটা রয়েছে, যেখান থেকে প্রতিদিন ট্রলিতে করে মাটি পরিবহন করা হয়। এসব ট্রলি অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করায় নতুন সড়কের স্থায়িত্ব হুমকিতে পড়েছে। এছাড়া, ট্রলিগুলো চলাচলের সময় রাস্তার ওপর মাটির স্তূপ পড়ে থাকে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। ধুলাবালির কারণে পথচারী ও যানবাহনের চালকেরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নিয়ে আশার আলো দেখলেও ইটভাটার কারণে তা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন,আমরা ভেবেছিলাম, নতুন রাস্তা হয়ে গেলে যাতায়াতের কষ্ট কমবে ও অর্থনৈতিক অঞ্চল গঠনে এই সড়ক ভূমিকা রাখবে। কিন্তু এখন ইটভাটার কারণে সড়কই নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ট্রলির কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। সড়কের ধুলাবালি এত বেশি যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অথচ এ নিয়ে কেউ ব্যবস্থা নিচ্ছে না।”পরিবেশবিদ এবং সড়ক প্রকৌশলীরা বলছেন, নির্মাণাধীন একটি সড়কের পাশে ভারী যান চলাচল ক্ষতিকর। নতুন সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ট্রলির অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা জরুরি।তবে স্থানীয়দের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই গুরুত্বপূর্ণ সড়ক তার কার্যকারিতা হারাবে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৭