স্পোর্টস ডেস্ক : একে তো পারিশ্রমিক পরিশোধ না করে খেলোয়াড়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে রাজশাহী, মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনাও। তার উপর ভাঙছে নিয়মও। তবে কি দেশের অভিভাবক সংস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি?
মূলত নিয়ম ভাঙলেও বিসিবির অনুমতি নিয়েই বিদেশি ক্রিকেটার ছাড়া রংপুরের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। বিপিএল ২০২৪-২৫ আসরের ম্যাচ পরিচালনার শর্ত ও বিধান পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটি তাদের এ অনুমতি দিয়েছে।
মূলত পারিশ্রমিক না পাওয়ায় এদিন মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। তারা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে টিম হোটেলে অবস্থান করছেন। বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসরগুলোতেও অনেকবার উঠে এসেছিল। কিন্তু গত ১০ আসরের ইতিহাসে কখনো বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার এমন লজ্জার নজির দেখা যায়নি।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০