বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার মামলা একের পর এক ভিন্ন মোড় নিচ্ছে। হামলার পর মুম্বাই পুলিশ অভিনেতার বান্দ্রার বাড়িতে ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল। তবে তার সঙ্গে মিল নেই গ্রেফতার হওয়া মুহাম্মদ শরিফুল ইসলাম শেহবাজের আঙুলের ছাপের।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টগুলো সিআইডির বিশেষজ্ঞ দলের কাছে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। সিআইডির একটি সিস্টেম জেনারেটেড রিপোর্ট বলছে, ওই ছাপের সঙ্গে মিল নেই ধৃত শরিফুলের আঙুলের ছাপের। জানা গেছে, সিআইডির বিশেষজ্ঞ টিমের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত ১৬ জানুয়ারি ডাকাতির উদ্দেশ্যে এক ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে তাকে বাধা দিতে গেলে অভিনেতাকে ছুরিকাঘাত করে সেই ব্যক্তি। তিন দিনের ব্যাপক তল্লাশির পর মুম্বাইয়ের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয় মুহাম্মদ শরিফুল ইসলাম শেহবাজকে।
তবে ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে, আটককৃত শরিফুলের সঙ্গে সিসিটিভি ফুটেজের ব্যক্তির মিল নেই। শরিফুলের বাবাও এমন অভিযোগ করেছেন। মূলত ফেশিয়াল রেকগনিশন পদ্ধতি ব্যবহার করে শরিফুলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তবে আঙুলের ছাপ না মেলায় নতুন করে তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৪