এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যেগে পৌর শহরে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা অপসারণ হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বর থেকে এ অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন রুটে যানজট নিরাসন ও পথচারিদের অবাধে চলাচলের সুবিধার্থে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ স¤পাদক হাজী হাসিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন,চৌগাছা সাব ও মিনিবাস মাকিল সমিতির সাধারণ সম্পাদক হাফিঝুর রহমান, পৌরকর নির্ধারক শাহিনুর রহমান, ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দীক ও আবু সাঈদ প্রমুখ।
এ সময় যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপথ দখল ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা অপসারন করা হয়। শহরের প্রেসক্লাব চত্বর থেকে এ অভিযান শুরু করে তা শহরের শনুডাক্তার মোড় পর্যন্ত চলে। অভিযানে সড়কে যত্রতত্র ভাবে যানবাহন রাখা বন্ধ করা, পৌরসভা কর্তৃত নির্মিত ড্রেন দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ ও বিভিন্ন দোকানের সামনে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান পরিচালনা করায় শহরবাসী প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন এ অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১২