মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামে প্রদীপ কুমার সরকারের শতাধিক বছরের পুকুর প্রতিপক্ষ বজরুক শমসের নগর গ্রামের মোঃ সালাম শাহ্ধসঢ়; দখলের চেষ্টা করছে এবং পুকুরের পাড় কেটে জমি বার করছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের মৃত নিরদ চন্দ্র সরকারের পুত্র প্রদীপ কুমার সরকারের গত ২৬/১২/২০২৪খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রদীপ কুমার সরকার দীর্ঘ ১০০ বছর আগে তার দাদার আমল থেকে ঐ পুকুরটিতে মাছ চাষ করে আসছিল। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলন বৈষম্য ঘটনার পর থেকে সালাম শাহ্ধসঢ়; পুকুরটিতে গিয়ে জোরপূর্বক পুকুরের মাছ তুলে নিয়ে যান এবং পুকুরটি দখল করার চেষ্টা করেন। গত ০৬/০৭/২০২৪ ইং তারিখে পুকুরের পাড়ে থাকা মাছ পাহারার ঘর প্রতিপক্ষ সালাম শাহ্ধসঢ়; আগুন লাগিয়ে পুড়িয়ে দেন বলে অভিযোগ উঠেছে এবং পুকুরে ছাড়া মাছ তুলে নিয়ে যান।
এতে তার ৭ লক্ষ টাকার ক্ষতি হয়।এই ঘটনায় প্রদীপ কুমার সরকার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেন এবং সালাম শাহ্ধসঢ়; থানায় লিখিত কাগজে স্বাক্ষর করেন যে তারা ঐ পুকুরে আর কখনও যাবে না। ২৩/১২/২০২৪খ্রি. তারিখে সকাল ৯টায় পুকুর পাড়ে গিয়ে পুকুরের পূর্ব দিকের পাড় কেটে জমি বার করেন। তার ভাতিজা সূর্য চন্দ্র দাস বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় প্রতিপক্ষ সালাম শাহ্ধসঢ়; কে কোন কথা না বলে চলে আসেন।
২৩/১২/২০২৪খ্রি. তারিখে দুপুর ১টায় পাঠকপাড়া বাজারে সালাম শাহ্ধসঢ়; এসে ক্ষিপ্ত হয়ে প্রদীপ কুমার সরকারকে মারপিট করার জন্য এগিয়ে আসে। স্থানীয় লোকজন সেখানে থাকায় মারপিট করতে না পেরে চলে যান। এই ঘটনায় প্রদীপ কুমার সরকার সালাম শাহ্ধসঢ়; (৪৫) কে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পাঠকপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম ও মোঃ আফতাব সরকার জানান, দীর্ঘ ১শত বছর ধরে প্রদীপ সরকারের পরিবার ঐ পুকুরটিতে মাছ চাষ করে আসছেন। কিন্তু প্রতিপক্ষরা বিবাদ সৃষ্টি করে পুকুর দখলের চেষ্টা করেন। এছাড়া পুকুরের পাড়ে লাগানো গাছগুলি কেটে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪১