ডেস্ক নিউজ : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে নবম শ্রেণির ভোকেশনাল মিডটার্ম পরীক্ষায় নকল করার সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
অভিযোগ প্রসঙ্গে সাইদুল ইসলাম জানান, পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলেও তিনি এ ঘটনায় জড়িত নন। তাকে অযথা শোকজ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি ইতোমধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫