স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাসেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এর আগে গত মাসেও একবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এই দুই দল। তবে এবারের সিরিজ দিয়েই সাদা বলে নিউজিল্যান্ডের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মিচেল স্যান্টনার। আগামী ২৮ ডিসেম্বর মাঠে গড়াবে এই সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেই ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২২ বছর বয়সী এই হার্ডহিটার মিডল অর্ডার ব্যাটার। মাসখানেক আগে সৌদি আরবে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স জ্যাকবসকে দলে টানে। আইপিএলে তিনি ডাক পান সুপার স্ম্যাশে ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইকরেটে ১৩৪ রান করার পর। নিউজিল্যান্ডের নির্বাক্সচক স্যাম উইলস বলেন, ‘এটা নিশ্চিতভাবে বেভন এবং তার পরিবারের জন্য দারুণ একটা মুহূর্ত। সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, যে প্রতিভায় ঠাঁসা এবং আমরা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বাজিয়ে দেখতে চাচ্ছি।’
ব্যাট হাতে সে অত্যন্ত শক্তিশালী, তবে লম্বা দৈর্ঘের ক্রিকেটেও সে ভালো কৌশল ও ধৈর্যের প্রমাণ দিয়েছে।’ফাস্ট বোলার জাঁকারই ফকস, উইকেট কিপার মিচেল হে এবং টপ অর্ডার ব্যাটার টিম রবিনসনও টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। চলতি বছর বিদেশের মাটিতে অভিষেকের পর প্রথমবারের মতো দেশের মাটিতে সিরিজ খেলার অভিজ্ঞতা হতে পারে তাদের। গত এপ্রিলে পাকিস্তানে ফকস এবং রবিনসনের অভিষেক হয়, আর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে হে’র অভিষেক হয়। টি-টোয়েন্টিতে হে’র হাতেই উইকেটকিপারের গ্লাভস দেখা যেতে পারে। তবে ওয়ানডেতে তিনি টম লাথামের ব্যাকআপ হিসেবে থাকছেন।
এদিকে শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকা ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র এবং উইল ও’রুর্কি এই সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরছেন। ২৮ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ৫ জানুয়ারি মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে ৮ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপমান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, মিচেল হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকসব, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও নাথান স্মিথ।
ওয়ানডে স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিএল ব্রেসওয়েল, মার্ক চ্যাপমান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০