স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সরাসরি সম্প্রচারিত আলোচনায় তিনি মন্তব্য করেন, পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ আজপর্যন্ত আসলে কী করেছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর তিনি খুঁজে পাননি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা বলছিলেন, তখনই আকরাম এই সিদ্ধান্তকে ‘আবেগপ্রবণ’ বলে সমালোচনা করেন। পরে তার মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা করেন। আকরামের মতে, অন্য কোনো দেশের রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান ক্রিকেটই। এতে আইসিসির কাছ থেকে কঠোর নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আকরাম বলেন, বাংলাদেশ খেলতে চায় না বলে পাকিস্তান কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে? আমি এর কোনো যৌক্তিকতা দেখি না। আমাদের উচিত নিজেদের ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। প্রসঙ্গত, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি দীর্ঘ আলোচনা চালিয়েও বাংলাদেশকে রাজি করাতে পারেনি।
শেষ পর্যন্ত গত শুক্রবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এরপরই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ করেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে এবং দ্বিচারিতার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ না খেলার হুমকি দেয়। এ বিষয়ে নাকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। আগামী শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০