লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার ১৪ই ডিসেম্বর সকালে বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূত্রপাত হয়।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ছাড়াও সর্বস্তরের সাধারন মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম ৭১ এর বৈষম্য, ২৪ এর বৈষম্যের কথা উল্লেখ করে ভবিষ্যতে যাতে আমাদের এ ধরনের বৈষম্যের শিকার আর না হতে হয় সে উদ্দেশ্যে সজাগ থাকার জন্য সর্বস্তরের মানুষকে আহবান জানান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক),অতিরিক্ত ডি আই জি মহোদয় ও সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন।