বিনোদন ডেস্ক : সিডনি সুইনি একজন মার্কিন অভিনেত্রী। ২০১৮ সালে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ে জনপ্রিয়তা লাভ করেন। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’। ২০২২ সালে প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সি এই অভিনেত্রী জানিয়েছেন, আলোচনা-সমালোচনা যতই হোক, নগ্ন দৃশ্যে অভিনয় তিনি বন্ধ করবেন না।
অভিনেত্রী বলেন, ‘ইউফোরিয়া’ সিরিজটি প্রযোজনা করেছেন স্যাম লেভিনসন। তার কাজ আমার খুবই পছন্দের। তাই তিনি যে চিত্রনাট্যে যা রাখবেন, সে অনুযায়ী অভিনয় করতে তার আপত্তি নেই।
পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’
গত বছর মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা ঘরানার সিনেমা রিয়েলিটিতে একেবারে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেন সুইনি। এ ছবিতে কোনো অন্তরঙ্গ দৃশ্যও নেই।
অভিনেত্রী আরও বলেন, ‘আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে যে আমি শরীরসর্বস্ব।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আলোচনা-সমালোচনা যা–ই হোক, চরিত্রের প্রয়োজনে তিনি পর্দায় নগ্নদৃশ্যে অভিনয় করা বন্ধ করবেন না।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩০