স্পোর্টস ডেস্ক : দুইদিকে দুই ডানা প্রসারিত। মাঝখানে পায়রার মুখ। তার নাম ‘ডানা ৩৬’। বিপিএলের ইতিহাসে প্রথম মাসকট এটিই। আজ জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পর শুরু হয় মাসকট উন্মোচন অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা অনুষ্ঠানটিকে রঙিন করে তোলেন।
বিপিএলের মাসকটের নকশাও করা হয়েছে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে। অনুষ্ঠানে মাসকট নিয়ে বলা হয়, ‘ডানা ৩৬’ মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। ‘ডানা’ এখানে স্বাধীনতা এবং মুক্তির প্রতীক। এর দুই পাশে ১৮টি করে ৩৬টি রঙিন পালকে ফুটিয়ে তোলা হয়েছে ‘৩৬ জুলাই’ ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার অবিস্মরণীয় লড়াইয়ের স্মৃতি।
এদিন ক্রীড়া উপদেষ্টা বলেন, “জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন এবং রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শোককে শক্তিতে রূপান্তর করার জন্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫; যা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ০৮ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।” তিনি বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সব সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই।
তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে; বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন খেলাধুলার ক্ষেত্রে আমরা সকলে একত্র হয়ে যাই।’আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের একাদশতম আসর। আসরের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী মুখোমুখি হবে। দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮