মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভূইয়ম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আমদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফয়ছল আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক মিয়া এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করে ছিলাম এদেশে এমন একদিন আসবে যে মানুষ তার ঘরের সামনে পোস্টার লাগিয়ে রাখবে এইঘরে কোনো আওয়ামিলীগ বাস করে না আজ সেইদিন এসেছে। তিনি বলেন আওয়ামিলীগকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনা তার কর্মীদের রেখে পালিয়ে গেছে। প্রধান অতিথি আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন আমি জবাবদিহিতার রাজনীতি পছন্দ প্রতিহিংসা নয় সচ্ছ ভোটের মাধ্যমে আপনারা জাতীয়তাবাদীদল বিএনপিকে বিজয়ী করবেন বলে আমি আশা করি। সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি এসএম সোহেল রানা, আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নাইম, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু, আমদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বিল্লাল হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানউল্লাহ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদী হাসান, মওদুদ আহমেদ ভূইয়া, আজিজুল ইসলাম,সোলমান, কামাল সরকার, ইব্রাহিম মিয়া, মোস্তাক আহমেদ, আজিজুল হক আকাশ, আশরাফুল ইসলাম সনেট, পারুল, মাধবদী থানা তরুণ দল নেতা রানা, বিএনপি নেতা বশির আহমেদ, ইউনিয়ন বিএনপির মহিলা নেত্রী মনোয়ারা বেগম মন্ডি, মোবারকসহ আরো অনেকে।
এসময় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, আমদিয়া ইউনিয়ন বিএনপি নেতা ওয়াছকুরুনী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি নুরুন্নবী, ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুল ইসলাম শ্যামল, ইউসুফ মিয়া এবং আমদিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মী সমাবেশের উদ্বোধন করেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আঃ কাদির মিয়া। কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন, আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও আমদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রমজান মিয়া।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/রাত ১১:৩৪