এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভারত সীমান্ত থেকে সাজাপ্রাপ্ত ইয়াছিন মন্ডল (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে চৌগাছা থানার এসআই মেহেদি হাসান সঙ্গিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভারত সীমান্তবর্তীউপজেলার হিজলি গ্রামে অভিযান চালান। এ সময় হিজলী গ্রামের ভারত সীমান্ত থেকে পলাতক আসামী ইয়াছিনআলীকে গ্রেফতার করেন। ইয়াছিন হিজলী গ্রামের নবিছ উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
চৌগাছা থানার নবাগত ওসি পায়েল হোসেন জানান, ইয়াছিন আলী একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে এতোদিন পালিয়ে ছিল। এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে গভির রাতে অভিযানচালায় পুলিশ। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২২